মিষ্টু কি অন্য কাওকে বিয়ে করে নেবে ? খোঁজ নিল ETV ভারত সিতারা - set visit
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3959995-396-3959995-1564212100812.jpg)
পুরুষ বিদ্বেষী পরিবারের মেয়ের সঙ্গে মহিলা বিদ্বেষী পরিবারের ছেলের প্রেম । সেই নিয়ে দুই পরিবারে চলছে তুমুল অশান্তি । একদিকে যেমন মিষ্টুর মা ও তার পিসি চাইছেন না মিষ্টু কোনওভাবেই কিংশুকের সঙ্গে দেখা করুক । অন্যদিকে, কিংশুকের বাবা ও কাকারাও তাকে মিষ্টুর থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে । মিষ্টুর সঙ্গে দেখা করতে গিয়ে মার খেতে হয়েছে কিংশুককে । অন্য় কোথাও বিয়ে দেওয়ার পরিকল্পনাও চলছে মিষ্টুর বাড়িতে । এবার ধারাবাহিকের গল্প নতুন কোন দিকে মোড় নিচ্ছে জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-র সেটে ।