লাইভ পারফর্মেন্সের মাধ্যমে মুক্তি 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই'-এর মিউজ়িক - বাংলা ছবির খবর
🎬 Watch Now: Feature Video
22 নভেম্বর মুক্তি পেতে চলেছে সুচন্দ্রা ভানিয়া প্রযোজিত ও রাজর্ষি দে পরিচালিত 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই'। তার আগে লাইভ পারফর্মেন্সের মাধ্যমে মুক্তি পেল ছবির মিউজ়িক। মিউজ়িক লঞ্চে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক দেবোজ্যোতি মিশ্র, ইমন চক্রবর্তী, রূপঙ্কর- যাঁরা সরাসরি ছবির মিউজ়িকের সঙ্গে জড়িত। এছাড়াও ছিলেন কমলেশ্বর মুখার্জী, আরিয়ান ভৌমিক,সুচান্দ্র ভানিয়া,পরিচালক রাজশ্রী দে সহ আরও অনেকে। সঙ্গে ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়ো...