'কণ্ঠ' দেখে কী বললেন দর্শক ? - nandita
🎬 Watch Now: Feature Video
১০ মে মুক্তি পেল নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'কণ্ঠ'। ছবি দেখে উচ্ছ্বসিত দর্শক হল থেকে বেরিয়ে জানালেন তাঁদের প্রতিক্রিয়া। কেউ বললেন, দারুণ হয়েছে। কেউ বললেন, এরকম ছবি আরও তৈরি করা উচিত। কেউ কেঁদে ফেললেন। কেউ নিজের সঙ্গে একাত্ম করতে পারলেন। কারোর বা মনে পড়ল নিজজনের কথা। কোনও না কোনওভাবে 'কণ্ঠ' ছুঁয়ে গেল দর্শকের মন। ETV Bharat'এর কাছে জানালেন তাদের প্রতিক্রিয়া।