প্রিয়ার উদ্যোগে পালিত হল 'সত্যজিৎ একাই একশো' - bengali film director
🎬 Watch Now: Feature Video
সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ শহর জুড়ে নানা অনুষ্ঠান। আর প্রিয়া সিনেমার সঙ্গে সত্যজিতের সম্পর্ক বহুদিনের। তাঁর ছবির প্রিমিয়ার এই ঐতিহ্যময় প্রিয়া সিনেমাতেই হত। আজ সেই সিনেমা হলের মালিক অরিজিৎ দত্তর উদ্যোগে আয়োজন করা হল ''সত্যজিৎ একাই একশো' নামে এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, অলকনন্দা রায়, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ।