সম্পর্কের জটিলতা নিয়ে সহজ গল্প 'এভাবেই গল্প হোক', শুটিংয়ে ETV ভারত সিতারা - বাংলা ছবি
🎬 Watch Now: Feature Video
ছবিতে ছোটো ছোটো ডিস্টার্বেন্স থাকলেও আদ্যোপান্ত প্রেমের গল্প 'এভাবেই গল্প হোক'। ছবিটি পরিচালনা করছেন রোহান সেন। বয়সে ছোটো হলেও এই ছবিটি নিয়ে তাঁর ভিশন পরিষ্কার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয় সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, শান্তিলাল মুখার্জি, শাশ্বতী গুহঠাকুরতা প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজদীপ গাঙ্গুলি। দক্ষিণ কলকাতার নারায়াণী স্টুডিয়োতে আপাতত জোরকদমে চলছে ছবির শুটিং। উপস্থিত ছিল ETV ভারত সিতারা।
Last Updated : Jun 28, 2019, 11:47 AM IST