লোকগান ও কবিতার নতুন ইউটিউব চ্যানেল 'খ্যাপা'-র - video
🎬 Watch Now: Feature Video
শংকর চক্রবর্তী নামটা শুনলেই প্রথমে মনে আসে দেবু মিত্র পরিচালিত অসামান্য বিবাহ অভিযান ধারাবাহিকের কথা । যেখানে গঞ্চার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি । কিন্তু তিনি যে গানও গাইতে পারেন তা জানত না নতুন প্রজন্ম । 10-12 বছর আগে খ্যাপা নামে একটি লোকগীতির দল তৈরি করেছিলেন শংকর চক্রবর্তী, অভিজিৎ আচার্য ও গোপা আচার্য । কিন্তু দর্শকের সামনে নিজেদের তুলে ধরতে না পারায় হারিয়ে যায় দলটি । এবার নতুন উদ্যমে আবার শুরু হল খ্যাপা । পাশাপাশি দলটির একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও খোলা হয় । এই উপলক্ষে গোলপার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, অভিনেতা অরিন্দম গাঙ্গুলি, বিক্রম চ্যাটার্জি সহ আরও অনেকে ।
Last Updated : Sep 10, 2019, 2:59 PM IST