নতুন হিন্দি ওয়েব সিরিজ় 'আউট অফ লাভ' - আউট অফ লাভ
🎬 Watch Now: Feature Video
22 নভেম্বর থেকে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ় 'আউট অফ লাভ'। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজ়টি । সিরিজ়টি মুক্তি পাওয়ার আগে কলকাতায় ঘুরে গেলেন গল্পের প্রধান দুই চরিত্র পূরব কোহলি ও রাসিকা দুগ্গাল । সিরিজ় সম্পর্কে একাধিক কথা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন তাঁরা ।