আসছে নতুন বাংলা ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী' - আসছে নতুন বাংলা ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 29, 2019, 5:23 PM IST

বছর দশেক আগে প্রথমবার দর্শকরা বাংলা টেলিভিশনের পরদায় দুর্গাকে কেন্দ্র করে একটি ধারাবাহিক দেখেছিলেন । তারপর থেকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে । সেভাবে আর দুর্গাকে কেন্দ্র করে কোনও ধারাবাহিক হয়নি । এবার একই প্রেক্ষাপট অবলম্বনে আসছে নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী' । পরিবর্তন করা হয়েছে গল্পে, পরিবর্তন এসেছে চরিত্রগুলোতেও । ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে সম্পূর্ণা মণ্ডল, বিশ্বরূপ ব্যানার্জি, অঙ্কিতা মাঝি, রোহিত মুখার্জি, মৌসুমী সাহা, ভাস্কর ব্যানার্জি, সন্দীপ দে, হরিদাস চ্যাটার্জি ও তনয়া মুখার্জিকে । 2 সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হবে 'দুর্গা দুর্গেশ্বরী' । গতকাল দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে শুরু হল শুটিং । তার ফাঁকে কলাকুশলীরা শেয়ার করলেন নতুন ধারাবাহিকে তাদের কাজ করার অভিজ্ঞতা ও ধারাবাহিকের গল্প সম্পর্কে অনেক কথা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.