চার বছরে মিমির ম্যাক্স, বিশেষ ভিডিয়োয় বিভিন্ন মুহূর্তের কোলাজ - মিমি চক্রবর্তীর খবর
🎬 Watch Now: Feature Video
মিমি চক্রবর্তীর জীবনে দু'জনের গুরুত্ব অপরিসীম, তাঁর চিকু আর ম্যাক্স । এই দুই চারপেয়ে বাচ্চাকে নিয়েই মিমির ভরভরন্ত সংসার । আজ ম্যাক্সের চার বছরের জন্মদিন । 'চিকু ম্যাক্স অ্যান্ড মমি' নামে একটি সোশাল মিডিয়া পেজ থেকে বিশেষ ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী । এই চার বছর ধরে মা মিমির সঙ্গে ম্যাক্সের কাটানো মুহূর্তগুলো যেন সিনেমার মতো করে তুলে ধরা হয়েছে এই ভিডিয়োয় । দেখে নিন...