'গোলমাল'-এ জড়ালো কুমার শানুর নাম - Kumar shanu
🎬 Watch Now: Feature Video
নতুন বাংলা ধারাবাহিক 'গোলমাল'-এর টাইটল ট্র্যাকে গান করলেন কুমার শানু। ধারাবাহিকটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান চ্যাটার্জি ও গানের কথা লিখেছেন সরোজ চক্রবর্তী। সোশাল মিডিয়ার ভালো আর খারাপ দিকগুলো নিয়েই এই ধারাবাহিক। সামাজিক অবক্ষয়ের দিকগুলোকে কমেডির মোড়কে পেশ করা হবে 'গোলমাল'-এ। সেই অনুযায়ী গানটি লেখা হয়েছে। এই ধরনের গানে কুমার শানুই তাই প্রথম পছন্দ ছিল সংগীত পরিচালকের। কেমন ছিল রেকর্ডিংয়ের মুহূর্ত? দেখুন ভিডিয়োতে।