ধারাবাহিক 'জয়ী'-এ নতুন টুইস্ট, আসছে নতুন সদস্য - bangla serial
🎬 Watch Now: Feature Video
দু'বছরে জয়ীকে ঘরের সদস্য করে নিয়েছে দর্শক। তার সুখ-দুঃখ ভাগ করে নিয়েছে তারা। এবার জয়ীয়ের জীবনে আসছে নতুন সদস্য। খুব শিগগিরিই ধারাবাহিকে দেখা যাবে জয়ীয়ের সন্তানকে। কিন্তু, তার আগে গল্পের মোড় ঘুরতে চলেছে। যা নাকি আগে বাংলা ধারবাহিকের ইতিহাসে হয়নি। আর এই খোঁজ নিতেই ধারাবাহিক 'জয়ী'-এর সেটে পৌঁছে গেছিল ETV Bharat।