ফিল্মি আড্ডা : 36 টি পুরস্কারপ্রাপ্ত, প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে উত্তেজিত টিম 'অন্দরকাহিনী' - sayani ghosh
🎬 Watch Now: Feature Video
49 টি ফিল্ম ফেস্টিভাল ঘুরে 36 টি পুরস্কার পেয়ে গেছে অর্ণব কে মিদ্যার প্রথম ছবি 'অন্দরকাহিনী' । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 6 সেপ্টেম্বর । নারীকেন্দ্রিক এই ছবিতে রয়েছে চারটি গল্প । প্রত্যেকটি গল্পের মুখ্য চরিত্রেই রয়েছেন প্রিয়াঙ্কা সরকার । একটি গল্পে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ । অর্ণবের পরিচালিত প্রথম ছবি 'অন্দরকাহিনী' নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন এই তিনজন ।