ইন্টারভিউ :অরিন্দম দা'র শুটিং মানেই শেখা, জানালেন শুভ্রজিৎ-রিয়া - shooting
🎬 Watch Now: Feature Video
বইয়ের পাতা থেকে বেরিয়ে এবার সেলুলয়েডের পরদায় আসতে চলেছে 'মিতিনমাসি' । পাঠকদের কাছে পুজোবার্ষিকীর মাধ্যমে ধরা দিত এই লেডি গোয়েন্দা । তাই এবারও পুজোর সময়ই মুক্তি পেতে চলেছে ছবিটি । এই মুহূর্তে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে ছবির শুটিং । বালিগঞ্জ ফাঁড়িতে একটি বাগানবাড়িতে ছবির ক্লাইম্যাক্স শুটের মাঝে ETV ভারত সিতারার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পার্থ মেসো (শুভ্রজিৎ দত্ত) ও টুপুর (রিয়া বণিক) ।