সত্যজিৎ ইংরেজিতে কথা বলতেন, তাই বাঙালিদের কাছে উনি বেশি পছন্দের : মৈনাক - বাংলা ছবি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3924994-274-3924994-1563888267588.jpg)
কলকাতা : মৈনাক ভৌমিক, টলিউডের প্রমিসিং পরিচালকদের মধ্যে অন্যতম। নগরজীবনের গতিময় জীবন, সম্পর্কের জটিলতা, মানসিক টানাপোড়েন নিয়ে একের পর এক ছবি বানিয়েছেন। এবার তিনি একটু স্বাদ বদল করতে চান। তাই তাঁর নতুন ছবি একটি থ্রিলার, নাম 'বর্ণপরিচয়'। ETV ভারত সিতারার সঙ্গে তাঁর নতুন ছবি, জিশু-আবিরের কেমিস্ট্রি, বাংলা ছবির বর্তমান অবস্থা - সবকিছু নিয়েই কথা বললেন মৈনাক। দেখে নিন ভিডিয়োতে।