Exclusive:বিশ্বের অন্য়তম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি এই বাংলায়:বিনয় পাঠক - বলিউড
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3954785-502-3954785-1564146938247.jpg)
বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতা হিসেবে পরিচিত বিনয় পাঠক। তাঁর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত, কাজও করেন খুব বেছে। এহেন অভিনেতা যখন বাংলা ছবিতে কাজ করেন, বাঙালি হিসেবে সেটা অবশ্যই একটা গর্বের ব্যাপার। শুধু তাই নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি পৃথিবীর অন্য়তম বড় হেরিটেজ বলেও উল্লেখ করলেন। অরিন্দম শীল পরিচালিত 'মিতিনমাসি' ছবিতে একটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বিনয়। ETV ভারতের সঙ্গে অভিনেতার একান্ত সাক্ষাৎকার তোলা রইল ভিডিয়োয়...