নেগেটিভ চরিত্রে অভিনয়, তাই কালো পোশাকে সাক্ষাৎকার আবিরের - টলিউড
🎬 Watch Now: Feature Video
এতদিন তাঁকে তথাকথিত সাদা চরিত্রে দেখা গেছে। গোয়েন্দা হোক বা সাদামাটা ঘরোয়া ছেলে, আবির চ্যাটার্জির চরিত্র সবসময়েই পজ়িটিভ। কিন্তু, মৈনাক ভৌমিকের থ্রিলার ছবি 'বর্ণপরিচয়'-এ আবির একেবারে অন্যধরনের চরিত্রে। অন্তত ট্রেলার দেখে মনে হল যে তিনি এই প্রথমবার কোনও নেগেটিভ চরিত্রে। আর সেই কারণেই কালো পোশাকে সাক্ষাৎকার দিলেন অভিনেতা। ভিডিয়োতে তোলা রইল ETV ভারত সিতারাকে দেওয়া আবিরের Exclusive ইন্টারভিউ।