Actress Falaque Rashid Roy : বিয়ে থেকে অভিনয়, অকপট অভিনেত্রী ফলক - ফলক রশিদ রায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 2, 2021, 1:22 PM IST

ফলক রশিদ রায় ৷ বাংলার সিনেপ্রেমীদের কাছে বেশ পরিচিত এই নাম ৷ ফলকের অভিনয় জীবন শুরু 'খোয়াইশে-ডিজায়ার্স অফ দ্য লস্ট'-এর মাধ্যমে । এরপর 'পরিণীতা', 'মায়াকুমারী'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ এবার জয়দীপ মুখার্জি পরিচালিত বাংলা ছবি 'এফআইআর'- এ বার ডান্সার শিউলির চরিত্রে দেখা যাবে তাঁকে । অভিনয় করবেন বলে 2017-তে মোটা মাইনের চাকরি ছাড়েন ফলক । বাবা-মা মেয়ের জীবনের এই অনিশ্চয়তা মেনে নিতে পারছিলেন না । ভয় পাচ্ছিলেন । নীল রায়ের সঙ্গে বন্ধুত্ব তখন বেশ পরিপক্ক । 2018-তে বাবা-মায়ের কথায় বিয়েটা সেরে ফেললেন ফলক । এরপর 2019-এ রাজ চক্রবর্তী পরিচালিত 'পরিণীতা'- তে অভিনয়ের প্রস্তাব পান ফলক । আর এবার জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে সেকেন্ড লিড-এ তিনি । একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারত-কে অনেক কথা বললেন তিনি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.