মেদিনীপুরে পরিবারের সঙ্গেই পুজো কাটাবেন অনির্বাণ - anirban bhattacharya puja
🎬 Watch Now: Feature Video
প্রতিবছর পুজোর সময় মেদিনীপুরের বাড়িতে যান অনির্বাণ ভট্টাচার্য । সেখানেই পরিবারের সঙ্গে দিনগুলি কাটান তিনি । এবার কোরোনা পরিস্থিতির মধ্যেও তার অন্যথা হবে না । একইভাবে ওই কয়েকটা দিন বাবা-মায়ের সঙ্গে কাটাবেন । পুজোর পরিকল্পনা নিয়ে ETV ভারতকে একথা বলেন তিনি ।