দর্শক যতক্ষণ সঙ্গে আছে, আমার শক্তি ততক্ষণ আছে : দিব্যজ্যোতি - end of serial
🎬 Watch Now: Feature Video
'জয়ী'-তে অভিনয় করেই বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ দিব্যজ্যোতি দত্তর । এই নামে মানুষ না চিনলেও রিভু নামে একডাকে তাঁকে চেনে দর্শক । ধারাবাহিকে তাঁর ও দেবাদ্রিতা বসুর অভিনয় মন ছুঁয়েছে দর্শকের । প্রায় দু'বছর চলার পর বন্ধ হয়েছে 'জয়ী' । প্রথমবার অভিনয়, দু'বছরের জার্নি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ETV ভারত সিতারার সঙ্গে ভাগ করে নিলেন দিব্যজ্যোতি ।