প্রাচ্যর 11 তম জন্মদিনের অনুষ্ঠানে ETV ভারত সিতারা - birthday
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4186408-30-4186408-1566288113750.jpg)
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠানের মাধ্যমে নাট্যদল প্রাচ্য উদযাপন করল তাদের 11 তম জন্মদিন । প্রাচ্যর নতুনদের উপস্থাপনায় মঞ্চস্থ হল 'কনডেমড সেল' নাটকটি । নির্দেশনার দায়িত্বে ছিলেন দেবকুমার পাল । সম্মান জানানো হয় একালের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহ ও বিকাশ ভট্টাচার্যকে । শিল্পী দেবাশিস দাশগুপ্তর নাটকের গান গেয়ে শোনান অভিনেতা-পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত । এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল ETV ভারত সিতারা ।