Bengali serial Pilu :'করুণাময়ী রানি রাসমণি'র স্লট বদল, 10 জানুয়ারি থেকে আসছে 'পিলু'
🎬 Watch Now: Feature Video
বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'পিলু'। 10 জানুয়ারি থেকে সন্ধে সাড়ে ছটার স্লটে দেখা যাবে ধারাবাহিকটি (Bengali serial Pilu )। কারণ বদলে যাচ্ছে 'করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব'-র সময় । তবে, এখনও চ্যানেলের তরফে জানানো হয়নি যে, কখন দেখানো হবে করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব' । পিলু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন 'ডান্স বাংলা ডান্স' খ্যাত মেঘা দাঁ এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরী ৷ গান ঘিরে এগোবে ধারাবাহিকের গল্প । কাহিনি ও চিত্রনাট্য লিখছেন ভাস্বতী ঘোষ । সংশ্লিষ্ট চ্যানেলের নিজস্ব প্রোডাকশন 'পিলু'।