'কনক কাঁকন' ধারাবাহিকের সেট ভিজ়িট - কনক কাঁকন ধারাবাহিকের সেট ভিজ়িট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5100974-thumbnail-3x2-set.jpg)
'কনক কাঁকন' ধারাবাহিকের গল্পে ইতিমধ্যে দর্শকরা দেখেছিলেন, যে কাঁকন মারা গেছে । আবার অন্যদিকে সে রূপ পরিবর্তন করে কোনও সময় পুঁটি রানি আবার কখনও কঙ্গনা হয়ে পরিবারের সকলের সামনে আসছে । কিন্তু, এবার আসল সত্যিটা পরিবারের সকলের সামনে আসতে চলেছে । একদিকে কনক যেমন খুশি হবে তার দিদি বেঁচে আছে বলে, তেমনই পরিবারের বাকিরাও হয়তো কিছুটা চমকে উঠবে । নাকি কেউ জানতেই পারবে না যে কাঁকন বেঁচে রয়েছে ।