'মনসা' ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা.. - bengali serial
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3867163-649-3867163-1563382484472.jpg)
'মনসা' ধারাবাহিকে এবার নতুন চমক। মনসার পুত্র এবার ষড়যন্ত্র করতে শুরু করেছে। নাগেদের মধ্যেই সে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। আর এদিকে মনসাকে শিক্ষা দেওয়ার জন্য, আউসগ্রাম বলে একটি গ্রামের নদীর জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে ।এখন দেবী মনসার কীভাবে এই গ্রামকে রক্ষা করবে এবং কীভাবে তার পুত্রের বিরুদ্ধে লড়াই করবে? জেনে নিন সরাসরি মনসার মুখ থেকে।