নারী নয়, পুরুষকেন্দ্রিক ধারাবাহিক 'চিরদিনই আমি যে তোমার'
🎬 Watch Now: Feature Video
কলকাতা : টেলিভিশনের পরদায় বেশ কিছু বছর ধরে নারীকেন্দ্রিক ধারাবাহিক চলছে পরপর। নায়িকার পাশে নায়ক থাকে বটে, তবে অনেকটাই ব্যাকফুটে। নতুন ধারাবাহিক 'চিরদিনই আমি যে তোমার' কিন্তু অন্য কথা বলে। একটি পুরুষকেন্দ্রিক গল্প নিয়ে এগোবে এই ধারাবাহিক। জানালেন নায়ক শৌভিক ব্যানার্জি। তবে অবশ্যই এখানে খুবই গুরুত্বপূর্ণ নায়িকার চরিত্রটি, যেটি করছেন শালী মোদক। চিরদিনই আমি যে তোমার-এর প্রেস মিটে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।