মৃত্যুবার্ষিকীতে মহম্মদ রফির স্মরণে বিশেষ অনুষ্ঠান - death anniversary
🎬 Watch Now: Feature Video
হিন্দি ছবির জগতে মহম্মদ রফি একটি যুগ । গতকাল তাঁর 40 তম মৃত্যুবার্ষিকী । সারা দেশের মতো কলকাতারও বিভিন্ন এলাকায় নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয়েছে গায়ককে । সংস্কৃতির শহরে আয়োজন করা হয়েছিল একটি গানের অনুষ্ঠানের । যে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিল ড্যাফোডিল ইনকর্পোরেট । অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক কল্যাণ সেন বরাট, মেয়র পারিষদ দেবাশিস কুমার, প্রতাপ রায়, বিশ্বরূপ দে, মনোময় ভট্টাচার্য সহ আরও অনেকে ।