Asansol By Election 2022 : রুপোলি পর্দার মতো বাস্তবেও খনি অঞ্চলের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি শত্রুঘ্নের - Asansol By Election 2022
🎬 Watch Now: Feature Video
রিল লাইফের পর এবার রিয়েল লাইফেও খনি অঞ্চলের মানুষের দুর্দশা ঘোচাতে কাজ করতে চান ৷ কোলিয়ারি অঞ্চলে আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha promises to stand with people of colliery in Asansol) ৷ এদিন কুলটির মিঠানীর রানিসায়ের মোড়ে তিলকা মুর্মু ময়দানের নির্বাচনী জনসভায় প্রচার করেন তৃণমূল প্রার্থী ৷ সেখানেই রুপোলি পর্দার মতো বাস্তবেও তিনি কোলিয়ারি অঞ্চলের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Asansol By Election 2022