Rampurhat Massacre : ‘‘রামপুরহাট গণহত্যার বিচার চাই’’, পোস্টার হাতে প্রতিবাদে রাস্তায় এসএফআই - sfi stages protest at calcutta university campus area over rampurhat massacre
🎬 Watch Now: Feature Video
রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার প্রতিবাদে এবার পথে নামল এসএফআই ৷ ‘‘রামপুরহাট গণহত্যার বিচার চাই’’ লেখা ব্যানার হাতে এসএফআই এর সদস্যরা কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে বিক্ষোভ দেখালেন (SFI Protest Against Rampurhat Massacre in Calcutta University Campus Area) ৷ অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে বাম ছাত্র সংগঠন ৷ এ দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমানের বিধান সরণী অবরোধ করেন তাঁরা ৷ বিক্ষোভের নেতৃত্ব দেন রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Rampurhat Massacre