Rampurhat Massacre Protest : রামপুরহাট গণহত্যার প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ এসএফআইয়ের - SFI Protest Against Rampurhat Massacre in Jalpaiguri
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14843608-722-14843608-1648292188463.jpg)
রামপুরহাট গণহত্যা এবং আনিশ খানের মৃত্যুর প্রতিবাদে জলপাইগুড়িতে পথ অবরোধ করল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI Protest Against Rampurhat Massacre in Jalpaiguri) ৷ এ দিন জলপাইগুড়ির কদমতলা মোড়ে রাস্তা অবরোধ করেন এসএফআইয়ের সদস্যরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয় ৷ রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলতে গেলে, তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা ৷ পথ অবরোধের জেরে জলপাইগুড়ির ব্যস্ত রাস্তায় যানজট তৈরি হয় ৷ পরে পুলিশ কার্যত বলপ্রয়োগ করে অবরোধ তুলে দেয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Rampurhat Massacre Protest