AMC Election 2022: নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরার অভিযোগে জিতেন্দ্র তেওয়ারিকে নির্বাচন কমিশনের নোটিশ - আসানসোল পৌরনিগম নির্বাচন জিতেন্দ্র তিওয়ারি
🎬 Watch Now: Feature Video
অস্ত্রধারী নিরাপত্তারক্ষী নিয়ে ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ ধরালো নির্বাচন কমিশন । জানা গিয়েছে, আজ সকালে তিনি 27 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে যান এবং সেখানে তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষী ছিল । এটা আইনবিরুদ্ধ বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । আর তারপরেই নির্বাচন কমিশনের নোটিশ আসে জিতেন্দ্র তিওয়ারির কাছে । এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "মানুষকে নিরাপত্তা দেওয়া রাজ্য সরকারের কাজ । রাজ্য সরকার সেটা দিতে পারছে না বলেই আমাকে সিকিউরিটি নিয়ে ঘুরতে হচ্ছে ।" তিনি এই ওয়ার্ডের নির্বাচনী এজেন্ট, তাই তাঁকে বের করে দিতে পারেনি কমিশনের লোকজনেরা, জানিয়েছেন বিজেপি নেতা (SEC issues notice to BJP leader Jitendra Tiwari over security guard in Asansol Paschim Bardhaman) ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST