Samik Slams Anubrata : ইডি-সিবিআই ডাকলেই শুরু শ্বাসকষ্ট, নাটক বন্ধ করুন : অনুব্রতকে কটাক্ষ শমীকের - শমীক ভট্টাচার্য কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডলকে
🎬 Watch Now: Feature Video
"তৃণমূলের নেতা মন্ত্রীরা অন্যসময় অসুস্থ হলে বড় নার্সিংহোমে যান ৷ আর কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেই সরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান ৷ অনুব্রত মণ্ডলকে ইডি-সিবিআই ডাকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় (Samik Bhattacharya Slams Anubrata Mandal on CBI Investigation Issue) ৷ ওনার কী অসুস্থতা আছে, কী হতে পারে সেটা নিয়ে আমরা কোনও বির্তকে যেতে চাই না ৷ রাজ্যের মানুষ দেখতে চায় অনুব্রত মণ্ডলের কোনও বিচার হয়েছে । আমরা অনুব্রত মণ্ডলের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি । যিনি একতরফা, একচেটিয়া নিরাপরাধ কায়েম করে বিরোধী রাজনৈতিক দলের কর্মীকে খুন করেন, যিনি প্রকাশ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গাঁজা কেস দেওয়ার কথা বলে দম্ভ দেখান ৷ আজ তাঁর পরিণতিটা মানুষ দেখতে পাচ্ছে ।" সিবিআইয়ের জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠানোর পর অনুব্রত মণ্ডলের অসুস্থ হওয়াকে এভাবেই কটাক্ষ (Samik Slams Anubrata) করেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Samik Slams Anubrata