Balurghat Sabla and Srishtisri Fair: বালুরঘাটে শুরু হল সবলা এবং সৃষ্টিশ্রী মেলা - Balurghat Sabla and Srishtisri Fair
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুরু হল সবলা এবং সৃষ্টিশ্রী মেলা (Balurghat Srishtisri Fair)। বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য সরকারের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েষা রানি, পুলিশ সুপার রাহুল দে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়-সহ প্রশাসনিক আধিকারিক ৷ 27 মার্চ পর্যন্ত এই মেলা চলবে। মেলায় স্বনির্ভর গোষ্ঠী-সহ বিভিন্ন ধরনের 40টি স্টল বসেছে। এছাড়া মেলাতে সরকারের উন্নয়নমূলক আনন্দধারা, মুক্তিধার, কর্মতীর্থ, সবুজসাথীর মতো বিভিন্ন প্রকল্প তুলে ধরা হবে। প্রতিদিন সন্ধ্য়েয় থাকবে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের উদ্বোধনের পরে জেলা প্রশাসনের তরফে একটি ওয়েবসাইট চালু করে দেওয়া হয়। কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "দুই বছর ধরে সবলা মেলা বন্ধ ছিল। এবারে তা চালু হল। শিল্পীরা সমস্যার মধ্যে ছিল। পাশাপাশি ক্রেতারা মহিষবাথানের হস্তশিল্পীদের হাতের কাজ যাতে বাড়ি বসে ওয়েবসাইটে ক্রয় করতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে।"
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST