Russia-Ukraine Conflict : যুদ্ধের বিরোধিতায় হাঁটল তিলোত্তমা
🎬 Watch Now: Feature Video
এই শহর প্রতিবাদী । যুদ্ধের দামামা বিশ্বের যে প্রান্তে বেজে উঠুক না কেন বিরোধিতার কণ্ঠ এই শহরে শোনা যাবেই । শুক্রবার বিকেলে যুদ্ধের বিরোধিতা করে শহরের পথে পা মেলালেন সারা ভারত শান্তি এবং সংহতি সংস্থার সদস্যরা । হো চি মিন সরণি থেকে ধর্মতলার লেনিন মূর্তি পর্যন্ত এই মিছিলে মহম্মদ সেলিম, রবীন দেবের মতো বাম নেতারা যেমন পা মেলালেন, তেমনই হাঁটলেন নন্দিনী মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষজন । মহম্মদ সেলিম দেশের বিদেশনীতি নিয়ে প্রধানমন্ত্রী অবস্থানের সমালোচনায় সরব হলেন । একই সঙ্গে ভারতীয় ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা প্রকাশের দাবি তুললেন (Indian Students Trapped in Ukraine) । রবীন দেবের গলায় ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে আসার দাবি । যুদ্ধের বিরোধিতা করে আলোচনার টেবিলে সমস্যা মেটানোর কথা বললেন দেবদূত এবং নন্দিনী ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST