Jhalda Murder Case : তপন কান্দু খুনে আটক নরেন কান্দু ও আসিফ খানকে জেরা - Tapan Kandu investigation news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 2, 2022, 2:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় তাঁর ভাই নরেন কান্দু ও আসিফ খানকে আটক করেছে পুলিশ ৷ পুরুলিয়ার মফঃস্বল থানার ক্ষণিকা গেস্ট হাউজ়ে তাদের জেরা করছেন তদন্তকারী আধিকারিক ও জেলার উচ্চপদস্থ আধিকারিকরা । একইসঙ্গে গ্রেফতার অভিযুক্ত কলেবর সিংকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার পর এদিন গেস্ট হাউজ়ে আটক ব্যক্তিদের মুখোমুখি রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিট । প্রসঙ্গত, 13 মার্চ ঝালদা শহর লাগোয়া গোকুলনগর গ্রামের অদূরে গুলিকাণ্ডে নিহত হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু । এই ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে নিহতের পরিবার-সহ গোটা ঝালদাবাসী । কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছে তপন কান্দুর পরিবার । বর্তমানে এই ঘটনার তদন্ত করছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল (Purulia District Police interrogate died Councillor Tapan Kandu Brother) ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.