Peacock Dance In Purulia: ময়ূরের পেখম তুলে নাচের ভিডিও ভাইরাল - ময়ূরের পেখম তুলে নাচের ভিডিও ভাইরাল
🎬 Watch Now: Feature Video
শীত কমতে শুরু করেছে। তাই দক্ষিণবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়াতেও ঠান্ডা ক্রমশই কমছে। এরই মধ্যে একটি ময়ূরের পেখম তুলে নাচের ভিডিও ভাইরাল হয়েছে পুরুলিয়ায় (Peacock Dance In Purulia)। খোঁজ নিয়ে জানা যায় এই ময়ূরটি কোটশিলা থানার। এই থানাতেই বেড়ে উঠেছিল দুটি ময়ূর। তার মধ্যে একটি মারা গিয়েছে আর অন্যটি বড় হয়ে এখন সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। থানার মধ্যে একটি শিমুল গাছ ওদের আশ্রয়স্থল। যাই হোক ময়ূরের পেখম তোলার এই মন কাড়া দৃশ্য দেখার পর আপনার মন যতই বিষণ্ণ থাক তা যে কোনও মুহূর্তেই ভাল হয়ে যাবে তা বলাই বাহুল্য।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Peacock Dance In Purulia