Ahmedabad Shocker: ডাকাতি করে রাস্তায় বন্দুক হাতে দৌড় যুবকের, দেখুন চাঞল্যকর ভিডিয়ো - ডাকাতির করে রাস্তায় বন্দুক হাতে দৌড় যুবকের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 16, 2023, 10:43 AM IST

Updated : Aug 16, 2023, 11:53 AM IST

সোনার দোকানে লুট করে বন্দুক হাতে রাস্তায় দৌড় যুবকের ৷ তাকে ধাওয়া করছেন রাস্তায় থাকা লোকজন ৷ তাঁদের দেখে গুলিও ছোড়ে যুবক ৷ কিন্তু কিছুক্ষণের মধ্যে যুবককে ধরে ফেলেন পথচলতি মানুষরা ৷ স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল আমেদাবাদের মণিনগর ৷ যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন পথচলতি মানুষরা ৷ ওই যুবক জানিয়ছে, সে সেনাবাহিনীতে কর্মরত ৷ ধৃত যুবরকের এই দাবি খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা করে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, এলজি হাসপাতালের কাছে ওই যুবক হাতে বন্দুক নিয়ে একটি সোনার দোকানে ডাকাতি করে পালাচ্ছিল ৷ যুবককে বন্দুক নিয়ে প্রকাশ্যে দেখে স্থানীয়রা জড়ো হয়ে তাকে ধরেব ফেলে ৷ তারপর তাকে মণিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ বর্তমানে পুলিশ ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ওই যবুক গুলিও চালিয়েছে ৷ যুবকের নাম লোকেন্দ্র সিং শেখাওয়াত। রাজস্থানের জয়পুরের বাসিন্দা। যুবক পুলিশকে জানিয়েছে যে সে জম্মু ও কাশ্মীরের 109 মারাঠা লাইট ফ্রন্ট লাইন ব্যাটালিয়নে সেনাবাহিনীতে কর্মরত ৷ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা সে দেনার দায়ে জড়িয়ে পড়েছিল বলেই ডাকাতির পরিকল্পনা করেছিল। 

Last Updated : Aug 16, 2023, 11:53 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.