Playing Flute through Nose: আশ্চর্য প্রতিভা! 18 বছর ধরে নাক দিয়ে বাঁশি বাজিয়ে তাক লাগাচ্ছেন চিত্তরঞ্জন - নাক দিয়ে বাঁশি বাজিয়ে তাক লাগাচ্ছেন যুবক
🎬 Watch Now: Feature Video
ট্রেনের কামরায় ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে ভিক্ষে করছেন এক ব্যক্তি ৷ তাঁর বাঁশির সুরে মুগ্ধ হচ্ছেন সকলে ৷ ভাবছেন তো এ আর নতুন কী ! হ্যাঁ, এই বাঁশি বাজানো শুধু নতুন নয়, বিরল ৷ মুখ নয়, নাক দিয়ে বাঁশি বাজাচ্ছেন বছর তিরিশের চিত্তরঞ্জন শিকদার ৷ সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়নি, এই দৃশ্য প্রতিদিন চাক্ষুষ করেন শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, ক্যানিং অথবা বারুইপুর লোকালের নিত্যযাত্রীরা ৷
তাঁদের থেকেই জানা গিয়েছে, বিগত 18 বছর ধরে এভাবেই বাঁশি বাজান চিত্তরঞ্জন ৷ এটাই জীবিকা তাঁর ৷ বাড়ি সোনারপুর থানা এলাকার মুকুন্দপুর দাসপাড়ায় । সাতবছর বয়সে বাবা মারা যাওয়ায় পর থেকেই বাঁশি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন চিত্তরঞ্জন । মা ও পাঁচ ভাই বোনদের মুখে ভাত তুলে দিতে তখন থেকেই বাঁশি বাজাতেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে । বর্তমানে স্ত্রী, সন্তান ও মাকে নিয়েই সংসার তাঁর । শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনের কামরায় মাঝেমধ্যেই শোনা যায় চিত্তরঞ্জনের বাঁশির সুর । নিত্যযাত্রীদের প্রায় সকলেই চেনেন চিত্তরঞ্জনকে ৷ আর যারা চেনেন না তারাও মুগ্ধ চিত্তরঞ্জনের বাঁশির সুরে ৷