Accident on Satragachi Bridge: সাঁতরাগাছি সেতুতে বাতিস্তম্ভ মেরামতি সময় তড়িদাহত এক কর্মী - Accident on Satragachi Bridge
🎬 Watch Now: Feature Video
সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ চলাকালীন দুর্ঘটনা (Accident on Satragachi Bridge)। সেতুর কাজ চলাকালীন তড়িদাহত সেতু মেরামতির কাজে নিযুক্ত এক শ্রমিক । মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে। তড়িদাহত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সেতুর বাতিস্তম্ভে বৈদ্যুতিকরণের কাজ করার সময় কোনওভাবে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর। পূর্ত দফতরের আধিকারিক সুখেন দাস জানান, ওই ব্যক্তি সেতুর উপরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন । আচমকাই শর্ট সার্কিট হয়ে তড়িদাহত হন ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST