Crocodile Attack on Woman: মহিলাকে নদীতে টেনে নিয়ে গেল কুমির, ক্যামেরাবন্দি ভয়ানক দৃশ্য!

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 16, 2023, 3:44 PM IST

ওড়িশার জাজপুরে কুমিরের হামলায় মৃত্যু হল এক মহিলার ৷ জানা গিয়েছে, বুধবার সকালে জাজপুরে বারি ব্লকের পালাটপুর গ্রামে নদীতে কাপড় কাচতে গিয়েছিলেন জ্যোৎস্না জেনা নামে ওই মহিলা ৷ তখনই তাঁর উপর হামলা চালায় একটি কুমির ৷ ঘাটের কাছে প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই মহিলাকে জলে টেনে নিয়ে যায় কুমিরটি ৷ মহিলা বাঁচার চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি ৷ কিছুক্ষণ পর নদীর অপরদিকে মহিলার দেহ-সহ ভেসে ওঠে কুমিরটা ৷ 

সেখানে ভয়ানক দৃশ্য ফুটে ওঠে ৷ নদীর পারে উপস্থিত স্থানীয় মানুষ ঘটনাটি ক্যামেরাবন্দি করেন ৷ যেখানে দেখা যাচ্ছে, মহিলার ক্ষতবিক্ষত দেহ মুখে নিয়ে রয়েছে কুমিরটি ৷ আর কিছু সময়ের ব্যবধানে দেহটিকে মুখে নিয়ে জলের মধ্যে আছাড় মারতে থাকে ৷ পরে উদ্ধারকারী দল এসে মহিলার ক্ষতবিক্ষত দেহটি নদী থেকে উদ্ধার করে ৷ তাঁর শরীরের অনেকটা অংশই কুমিরটি ক্ষতবিক্ষত করে দেয় ৷ গত 14 জুন থেকে এই নিয়ে ওড়িশায় 5টি কুমির আক্রমণের ঘটনা ঘটল ৷ 14 জুন কেন্দ্রাপাড়ায় এক নাবালককে তার মায়ের সামনে নদীতে টেনে নিয়ে যায় কুমির ৷ এরপর 22 জুন কেন্দ্রাপাড়াতেই এক মহিলাকে কুমির নদীতে টেনে নিয়ে যায় ৷ ব্রাহ্মণী নদীতে গত 29 জুন এক বৃদ্ধকে জলে টেনে নিয়ে যায় কুমির ৷ প্রত্যেকটি ঘটনাতেই আক্রান্তদের মৃত্যু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.