ময়ূরভঞ্জের লোকালয়ে ঢুকে পড়ল মত্ত দাঁতাল, তটস্থ এলাকাবাসী; দেখুন ভিডিয়ো - লোকালয়ে দাঁতাল
🎬 Watch Now: Feature Video
Published : Jan 18, 2024, 7:14 PM IST
Wild Elephant in Locality: জঙ্গল ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মত্ত দাঁতাল ৷ ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বারিপদা এলাকায় চাঞ্চল্য ৷ বৃহস্পতিবার সকালে হঠাৎই এলাকায় একটি দাঁতাল হাতিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ ক্যামেরাবন্দি সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ প্রশাসনের তরফে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধও করা হয়েছে ৷
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, শহরের রাস্তার উন্মত্ত অবস্থায় শুঁড় দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে গজরাজ ৷ একবার স্থানীয় এমকেসি উচ্চ বিদ্যালয়ের দিকেও ছুটে যেতে দেখা গিয়েছে দাঁতালটিকে ৷ সেখান থেকে বের হয়ে আবার শহরের রাস্তায় উঠে আসে সে ৷ স্বভাবতই মত্ত দাঁতালটিকে দেখে প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে সরে যাচ্ছিলেন পথ চলতি সাধারণ মানুষ ৷ এরইমধ্যে হঠাৎই দেখা যায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে লক্ষ্য করে তেড়ে যাচ্ছে হাতিটি ৷ তবে গাড়িটির কোনও ক্ষতি করেনি সে ৷ লোকালয়ে হাতির তাণ্ডবের খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ ও বনদফতরের কর্মীরা ৷ হাতিটিকে বনে ফেরত পাঠানোর চেষ্টা করেন ৷ যদিও হাতির তাণ্ডবে কোনও প্রাণহানির খবর নেই ৷