WB Govt Employees Demands DA: ডিএ দাবিতে এবার রাষ্ট্রপতির শরণাপন্ন সংগ্রামী যৌথ মঞ্চ - শরণাপন্ন সংগ্রামী যৌথ মঞ্চ
🎬 Watch Now: Feature Video
এবার 'দিল্লি চলো'-র ডাক সংগ্রামী যৌথ মঞ্চের ৷ ডিএ আন্দোলনকে রাজধানী পর্যন্ত নিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে দিল্লির যন্তর মন্তরের সামনে ধর্না দিতে রওনা দিলেন সরকারি কর্মীরা। শনিবার শিয়ালদা-রাজধানী এক্সপ্রেসে 100 জন এবং হাওড়া-রাজধানীতে 100 জন রওনা দেন দিল্লির উদ্দেশ্যে। রবিবার ফের শিয়ালদা-রাজধানী ও হাওড়া-রাজধানীতে 75 জন করে দিল্লি রওনা দেবেন ৷ এছাড়াও শিয়ালদা-দুরন্ত এক্সপ্রেসে 200 জন দিল্লি রওনা দেবেন। দিল্লিতে গিয়ে 500 জন যন্ত্রর মন্তরের সামনে ধর্নায় বসবেন। তার অনুমতিপত্র ইতিমধ্যেই মিলেছে। সেখানে রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতিকে ডেপুটেশন দেবেন তাঁরা। এর সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গেও।
কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে সরকারি কর্মচারীরা। মহার্ঘ্য ভাতার পাশাপাশি স্বচ্ছ নিয়োগের দাবিও রেখেছেন তাঁরা। তাই এবার কেন্দ্রের সঙ্গে কথা বলতে এই ধর্না । সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী সন্দীপ ঘোষ জানান, "আমরা আমরাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বহুদিন ধরে শহিদ মিনারে আন্দোলন চলছে তাই এবার কেন্দ্রকে জানানোর জন্যই দিল্লিতে ধর্না।"