Madhyamik Exam 2023: পরীক্ষাকেন্দ্র খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুরে পর্ষদ সভাপতি - পরীক্ষাকেন্দ্র খতিয়ে দেখতে পর্ষদ সভাপতি
🎬 Watch Now: Feature Video
আজ ছিল মাধ্যমিকের (Madhyamik Examination 2023) ইংলিশ পরিক্ষা। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের হালহকিকত খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুর গিয়েছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuja Gangopadhyay)। এই প্রথম পরীক্ষা চলাকালীন জেলার পরীক্ষাকেন্দ্র (Madhyamik Exam Centre) পরিদর্শনে কোনও পর্ষদ সভাপতি এসেছিলেন। এই জেলার পাশপাশি এদিন তিনি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরেও পরিদর্শন করেছেন। আজ সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে প্রথমে মালদায় পৌঁছন ৷ এরপর দুপুর নাগাদ পৌঁছে যান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। সেখানে প্রধান শিক্ষক, ভেন্যু ইনচার্জদের সঙ্গে নিয়ে পরীক্ষার হলগুলি ঘুরে দেখেন তিনি।
এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোথাও কোনওরূপ অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জানান পর্ষদ সভাপতি। তিনি আরও জানান, এই জেলাগুলিতে তিনি (WBBSE President of Ramanuja Gangopadhyay) ঘুরে দেখছেন পরীক্ষার ব্যবস্থা ৷ তিনি চেষ্টা করবেন প্রতিটা জেলাতে যাওয়ার। মূলত আসতে পেরেছেন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদে। রাজ্যে এখনও নির্বিঘ্নে পরীক্ষা চলছে এমনটাই বলেন তিনি ৷ তাঁর কথায়, পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিচ্ছে, কী পরিস্থিতিতে পরীক্ষা দিচ্ছে এটা দেখে নেওয়ার প্রয়োজন ছিল। সেই কারণেই এই কার্যক্রম।এবছর অংক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের ছুটি নেই। তবে তাঁদের হাতে নেই। একবছর আগেই পরীক্ষার দিনাঙ্ক স্থির হয়েছে। তবে বাধ্য হয়ে আমাদের তারিখ পরিবর্তন করতে হয়েছে। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত এমন ঘটনার অভিযোগ এখনও তাঁদের কাছে আসেনি ৷ এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে ছিলেন হরিরামপুরের বিডিও পভিত্রা লামা-সহ অন্যান্য আধিকারিকরা।