Viral Video: 'পুরা উড় গ্যায়া', ভাইরাল বিস্ফোরণ পরবর্তী সময়ের ভিডিয়ো - dantewada naxal attack in chhattisgarh

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 27, 2023, 8:10 PM IST

ফের সেনার উপর হামলা ৷ বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় শহিদ হয়েছেন 10ত সেনা জওয়ান ৷ দান্তেওয়াড়ার অরণপুরে হামলা চালায় মাওবাদীরা । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ৷ বিস্ফোরণের জেরে পুলিশ এবং সেনা জওয়ানদের একটি মিনি বাস উড়ে যায় । এবার সামনে এল বিস্ফোরণের সময়ের ভিডিয়ো । সম্ভবত এক জওয়ানের ফোন ক্যামেরায় তোলা ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় । ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে রাস্তার একাংশ । প্রায় 10 ফিট গভীর গর্ত হয়েছে রাস্তায় ।

গতকালের ওই হামলার ঘটনায় 10 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে । প্রাণ গিয়েছে সেনা জওয়ানদের গাড়িচালকেরও। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে অরণপুর থানা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল মাওবাদী বিরোধী অভিযান শেষে ফিরে আসছিল । অরণপুর থানা সীমানায় বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.