thumbnail

By

Published : Jul 8, 2023, 4:29 PM IST

ETV Bharat / Videos

Panchayat Elections 2023: দেদার ছাপ্পা, কুলতলিতে গুলিবিদ্ধ আরও এক

কুলতুলি , 8 জুলাই : ভোটের সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার কুলতুলি ৷ দফায় দফায় সংঘর্ষে আহত বহু ৷ গুলিবিদ্ধ এক সিপিএম কর্মী ৷ কুলতুলির বিভিন্ন বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ, চলে বুথ দখল ৷ গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ ৷ গ্রামাবাসীদের অভিযোগ, দেদার ছাপ্পা ভোট চলছিল কুলতুলির বিভিন্ন বুথে ৷ যা ঠেকাতে কোনওরকম পদক্ষেপ করেনি পুলিশ ৷ 

কুলতুলির মেরিগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েত নস্কর পাড়ায় সকাল থেকে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে ৷ পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষের মাঝেই গুলি চালায় পুলিশ, গুলিবিদ্ধ হন সিপিআইএম কর্মী সইফুদ্দিন শেখ ৷ গ্রামবাসীদের অভিযোগ, ছাপ্পা ভোট ঘিরেই ক্ষোভ ছড়ায় ৷ অভিযোগ, ভোটের পর ব্যালট বক্স পুলিশ নিয়ে যাচ্ছিল ৷ সেই সময়ই পুলিশকে বাধা দিলে ক্ষুব্ধ গ্রামবাসীরে রুখতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ ৷ তারপরেই চলে গুলি ৷ কুলতুলি ব্লকের কুন্দখালির গোদাবর গ্রামে বুথ দখলের ঘিরে সংঘর্ষ হয় ৷ পাঁচুয়াখালি হাইস্কুলে বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে নির্দল ও তৃণমূলের ৷ বোমাবাজি ও গুলির চলায় উত্তাপ বাড়ে ৷ কুলতুলি থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.