Bhagirathi River in Uttarkashi: উত্তরকাশীতে ভাগীরথী নদীর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার, দেখুন ভিডিয়ো... - হাতে টানা রোপওয়ে দিয়ে চলছে যাতায়াত
🎬 Watch Now: Feature Video
উত্তরাখণ্ডের উত্তরকাশীর ভাগীরথী নদী প্রতি বছর বর্ষাতে ফুলে-ফেঁপে ওঠে ৷ সেখানেই রয়েছে সুনা গ্রাম ৷ সেখানকার মানুষজন নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন ৷ সেই দল থেকে বাদ পড়েনি ছোট-ছোট বাচ্চারাও ৷ রয়েছেন বয়স্ক মানুষ এবং গর্ভবতী মহিলারাও ৷ বাচ্চাদের স্কুলে যেতে গেলে ওই একটি রাস্তা দিয়ে যেতে হয় ৷ হাতে টানা রোপওয়ে দিয়ে চলছে যাতায়াত ৷ পারাপার করতে গিয়ে যে কোনও সময় রোপওয়ে নদীতে ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে ৷ এ বিষয়ে গ্রামবাসীরা প্রশাসনের কাছে বার-বার অভিযোগ করলেও কর্মকর্তারা তাতে কোনও কর্ণপাত করেননি। এলাকাবাসী দাবি জানিয়েছেন, নদী পার হওয়ার জন্য একটি বৈদ্যুতিক রোপওয়ে যাতে ব্যবস্থা করা হয় (Villagers Demand Electric Ropeway on Bhagirathi River in Uttarkashi) ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST