Assistant Carries Collector Shoe: সহকারীকে দিয়ে নিজের জুতো বওয়ালেন কালেক্টর, ভিডিয়ো ভাইরাল - তামিলনাড়ুর খবর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 12, 2023, 2:58 PM IST

মন্দির পরিদর্শনে গিয়ে তাঁর জুতো সহকারীকে বইতে বললেন এক কালেক্টর ৷ এই ঘটনার তীব্র সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে ৷ তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলার উলুন্দুরপেটের কাছে বিশ্ব বিখ্যাত কুয়াগাম কুথান্দাভার মন্দিরে প্রতি বছর এই সময়ে চিত্রিত উৎসব অনুষ্ঠিত হয় । সেই অনুযায়ী 18 এপ্রিল অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে কুয়াগাম চিত্রকলা উত্সব শুরু হয়েছে । রূপান্তরকামীদের জন্য একটি থালা বাঁধার ইভেন্ট 2 মে এবং একটি রথ দৌড় 3 মে অনুষ্ঠিত হবে । জেলার কালেক্টর শ্রবণ কুমার জাদাওয়াত গতকাল (11 এপ্রিল) এই উৎসবের প্রস্তুতিমূলক কাজ খতিয়ে দেখতে মন্দির এলাকা পরিদর্শন করেন । তারপর তিনি মন্দিরের ভিতরে গিয়ে দেব দর্শন করেন ৷ মন্দিরে প্রবেশের সময় তিনি বাইরে তাঁর জুতো খুলে রাখেন এবং তাঁর সহকারীকে তা নিয়ে যেতে বলেন । সঙ্গে সঙ্গে তাঁর আজ্ঞা মেনে জুতো নিয়ে যান তাঁর সহকারী । এই ঘটনাকে উপস্থিত অনেকেই ভালো চোখে দেখেননি ৷ এই ঘটনার ভিডিয়ো ফুটেজ ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক ৷ কল্লাকুরিচি জেলার কালেক্টরের এই আচরণের নিন্দা করেছেন অনেকে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.