Snowfall in Gangotri: তুষারপাতে ঢাকল গঙ্গোত্রী ধাম, দেখুন নৈসর্গিক দৃশ্য - Uttarakhand Meteorological Department

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 12, 2023, 11:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

সাদা বরফের চাদরে ঢেকেছে পার্বত্য এলাকা। পড়ছে বরফ! তুষারপাত দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে অনেক জায়গা রয়েছে যেখানে সাধারণ মানুষ যেতে পারেন না। কিন্তু তাতে কী! সেই সমস্ত জায়গার যে সমস্ত ছবি এবং ভিডিয়ো সামনে এসেছে তা সত্যিই এক মুহূর্তে যেকোনও মানুষের মন ভালো করে দেবে ৷ উত্তরাখণ্ডের হিমালয় এলাকায় শুরু হয়েছে তুষারপাত (Snowfall in Uttarakhand) ৷ কেদারনাথ, বদ্রিনাথ, জোশীমঠ, চামোলি ঢেকেছে বরফের চাদরে ৷ উত্তরকাশীর গঙ্গোত্রী ধামেও রাতের দিকে বাড়ছে তুষারপাত ৷ পুরো এলাকা সাদা চাদরে ঢেকে এক অপূর্ব দৃশ্য নিয়েছে ৷ আর এই তুষারপাতের পর গঙ্গোত্রী ধামের দৃশ্য স্বর্গের চেয়ে কিছু কম নয়। মূলত গভীর রাতে বাড়ছে তুষারপাত ৷ সেই কারণে সৌন্দর্য বেড়েছে আরও দ্বিগুণ ৷ আর এই দৃশ্য দেখার জন্য এলাকাবাসী থেকে পর্যটকরা দীর্ঘ অপেক্ষায় থাকেন ৷ হিমালয় অঞ্চলগুলিতে তুষারপাতের কারণে পাশাপাশি পাহাড়ি এলাকাতেও বেড়েছে শীত (Snowfall Increased Cold in Hilly Areas) । ঠান্ডা থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছে আগুনের। সেরাজ্যের আবহাওয়া দফতরও (Uttarakhand Meteorological Department) 11-12 জানুয়ারির পরে হিমালয় অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল। 

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.