Snake Recover in School: বাথরুমে বিষধর শঙ্খচূড় ! ধূপগুড়ির স্কুলে আতঙ্ক - snake recover

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 8, 2023, 8:42 PM IST

আবার স্কুলের শৌচাগারে বিষধর সাপ ৷ আতঙ্কে দৌড় ছাত্রদের ৷ মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের জুড়াপানী উচ্চ বিদ্য়ালয়ের ঘটনা ৷ এদিকে শৌচাগারে বিষধর শঙ্খচূড় সাপ বের হওয়ার খবর জানাজানি হতেই পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ 

স্কুলের সহকারী শিক্ষক রতন সূত্রধর জনান, একাদ্বশ শ্রেণির এক পডুয়া বাথরুমে গিয়েছিল ৷ সেই সময়েই তার চোখে পড়ে একটি বিষধর সাপ রয়েছে সেখানে ৷ ওই ছাত্র ভয় পেয়ে পালিয়ে এসে শিক্ষক- শিক্ষিকাকে বিষয়টি জানায় ৷ স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় সর্পপ্রেমীদের ৷ তারা এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করলে আতঙ্ক মুক্ত হয় স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলেই । 

উল্লেখ্য, শনিবারই ধূপগুড়ি শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে সাপের কামড়ে আহত হয় এক ছাত্রী ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবারও একটি স্কুলের মধ্যে সাপ আতঙ্ক ৷ বারবার কোথা থেকে আসছে সাপ ? প্রাথমিকভাবে স্কুলের শিক্ষকদের অনুমান, বর্ষাকালে সাপের উপদ্রব বেশি হয় ৷ তাই বর্ষা এলেই স্কুল চত্বরের বন-জঙ্গল পরিষ্কার রাখা হয় ৷ এদিন সাপের আতঙ্কের পর ধূপগুড়ি জুড়াপানী উচ্চ বিদ্য়ালয় চত্বরেও কার্বলিক অ্যাসিড ছড়ানোর ব্যবস্থা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.