TET Agitation: মাথায় ঘট নিয়ে এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক 30 জন চাকরিপ্রার্থী - Upper primary job seekers shows agitation
🎬 Watch Now: Feature Video
Published : Oct 11, 2023, 7:27 PM IST
মাথায় ঘট নিয়ে বুধবার আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা ৷ তাদের এই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সল্টলেকে ৷ বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের নেতৃত্বে আন্দোলনকারীরা মাথায় ঘট নিয়ে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের সিঁড়ির উপরেই বসে পড়েন । সেখানেই তাঁরা পোস্টার-ব্যানার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন । মহিলা চাকরিপ্রার্থীদের মাথায় ছিল আমের শাখা-সহ জল ভরা ঘট ৷ সেই ঘট থেকে পুলিশের দিকে জল ছেটাতেও দেখা গিয়েছে তাদের ৷ আগে থেকেই বিধাননগর পুলিশের বিশাল বাহিনী মোতায়েন ছিল সেখানে ।
পুলিশের পক্ষ থেকে সরে যেতে বলা হলেও আন্দোলনকারীরা তা শুনতে রাজি হননি ৷ এরপর পুলিশ তাদেরকে জোর করে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। ইতিমধ্যে পুলিশ 30জন চাকরিপ্রার্থীকে আটক করেছে ৷ তাদেরকে বিধাননগরের বিভিন্ন থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ এই বিষয়ে পুলিশ আরও জানিয়েছে যে, তাদের কাছে কোনও অমুমতি ছিল না জমায়েত করার ৷ তাই তাদেরকে বলা হচ্ছিল সরে যাওয়ার জন্য ৷ কিন্তু তাতেও তারা সরছিল না সেখান থেকে ৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে 30জনকে আটক করা হয়েছে ৷