Diwali 2022: সর্ষের তেল নয় এই 'আশ্চর্য প্রদীপ' জ্বলে জলে - unique diya which can be lighten up
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16697155-thumbnail-3x2-watre.jpg)
দীপাবলির আসলেই বাজার ছেয়ে যায় বিভিন্ন আলোতে (Diwali 2022) ৷ বাজার দখল করে চায়না আলো ৷ এই বছর বাজারে নতুন প্রজাতির আলো ৷ এই বছর বাজার ছেয়েছে জল প্রদীপে ৷ শুনতে অবাক লাগলও সত্যি ৷ তেল নয় প্রদীপে জল দিলেই জ্বলছে ৷ আসানসোলের বিভিন্ন বাজারে প্রতি পিস 30-35 টাকা দরে মিলছে ৷ তবে একসঙ্গে বেশি কিনলে 20-25 টাকাতেও পাওয়া যাচ্ছে ৷ এই প্রদীপগুলি তৈরী হয়েছে দিল্লিতে ৷ বলা যায় দেশে মিলছে এই প্রদীপ ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST