Duttapukur Rail Quarters: মৃত স্বামীর সঙ্গে পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় বৃদ্ধা - Unidentified old woman rescued
🎬 Watch Now: Feature Video
স্বামী মারা গিয়েছেন বেশ কয়েকদিন আগেই ৷ তবে কাউকে জানানোর মতো শারীরিক অবস্থা ছিল না তাঁর ৷ প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে পুলিশ নিয়ে এসে দেখেন ভিতরে বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে রয়েছেন (Unidentified Old Woman Rescued from Abandoned Railway Quarters with Her Dead Husband)৷ তাঁর শরীর ফুলে গিয়েছে ৷ পাশেই রয়েছেন চলচ্ছক্তিহীন বৃদ্ধা ৷ রবিবার এমনই দৃশ্য দেখা গেল উত্তর 24 পরগনার বারাসত 1 ব্লকের দত্তপুকুর কাশিমপুর পঞ্চায়েতের 183 নং বুথের অধীন দত্তপুকুর থানার অন্তর্গত পরিত্যক্ত রেল কোয়ার্টারে (Duttapukur Rail Quarters)৷ এলাকাবাসীদের অনুমান, দু'তিন দিন আগেই বৃদ্ধা মারা গিয়েছেন ৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বৃদ্ধাকে বারাসত মহকুমা হাসপাতালে ভর্তি করে ৷ যদিও তাঁরা কীভাবে এখানে এলেন, তাঁদের বাড়িই বা কোথায় এসব এখনও জানা যায়নি ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST